Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বড়চাপা

বর্তমান নরসিংদী জেলার মনোহরদী উপজেলার উত্তর-পূর্ব সীমান্তের জনপদ #বড়চাপা। শিক্ষা,সংস্কৃতি ও প্রকৃতি সমৃদ্ধ একটা ইউনিয়ন। ১৯ টি মৌজার সমন্বয়ে গঠিত এ জনপদটি এক সময় রায়পুরা থানার অধীনে ছিলো। বৃটিশ আমলে প্রশাসনিক সুবিধার্থে ১৯০৪ ইং সালে মনোহরদী থানা প্রতিষ্ঠিত হলে তার অধীনস্ত হয় #বড়চাপা

আঁড়িয়াল খাঁ ও ব্রম্মপুত্র নদের অববাহিকায় অবস্হিত প্রাচীন এ জনপদের নামকরন নিয়ে অনেক জনশ্রুতি ও ঐতিহাসিক গবেষনা রয়েছে। তবে ভৌগলিক অবস্হান ও তথ্যগত বিশ্লেষনে নদীতটের সভ্যতা বিকাশের ধারায় বললে, সুপ্রাচীন কালে ভারত বর্ষে আর্য্য সভ্যতা গড়ে উঠলে তাঁদের চাপে বিতারিত হয়ে অনার্য্য, দ্রাবিড় ও অন্যান্য দরিদ্র জনগোষ্ঠী সমতটের নদী তীর বা বিভিন্ন চরাঞ্চলে বসতি স্হাপন করে।

এদিক বিবেচনায় জনপদের বিভিন্ন গ্রাম ও চরের সমাহারে সুগঠিত বড়চাপা ইউনিয়নের নাম মোটামুটি গ্রহন যোগ্যই বটে। যেমন - চর কৃষ্ণপুর, চরতারাকান্দি, তাছাড়া জনবসতি স্হাপনের কাল ও পাত্র ভেদে ভিন্ন নামের সৃষ্টি হয়। যথা- নোয়া নগর, ব্রাম্মনের গাঁও, কাঁহেতের গাঁও, জামালপুর, বীরমাইজদিয়া ও অন্যান্য পুরী ও গাঁ সমুহ।

একই সাথে ভূ-খন্ডের অবস্হান,মাটির ধরন এবং জন বসতির প্রেক্ষিত নির্নয়ে প্রভাব শালী হিন্দু রাজন্যবর্গের নামানুসারে কিছু এলাকার নামকরন তারই সাক্ষ্য বহন করে। যেমন - কালিদা কোনা, ভ্রাম্মনের ভিটা, চন্ডিতলা, বাল্লা, আতুশাল, আলোয়াকান্দি।

নদী বিধৌত এ সকল চর ও দ্বীপ সমুহে পলি মাটি, বেলে মাটি ও দু'আশ মাটির সংমিশ্রণ,কালের পরিক্রমায় এক সমৃদ্ধ জনপদের সুচনায় যাযাবর শ্রেনীর সাথে সৌন্দর্যরূপ পরিগ্রহে #চাঁপা ফুলের আধিক্য পরিলক্ষিত হওয়ায় জনপদের নাম #বড়চাপা হওয়াকে অনেকেই সমীচিন মনে করেন।

সংস্কৃতির প্রাক সম্ভাবনায় স্হানীয় ভাবে হিন্দু রাজাদের দ্বারা শাসিত হলে ও সময়ের প্রবাহে পারস্য ধর্ম প্রচারক শাহ ইরানী ও জৈন পুরের এবং হাজী শরীয়ত উল্লাহ সহ বিভিন্ন ধর্মীয় আন্দোলনে মুসলিম নেতৃবর্গের অবদানে ইসলামের পূনর্জাগরন ঘটে এ জনপদে। এভাবেই ইসলামের ধর্মীয় সংস্কৃতির প্রভাব সুদৃঢ় হতে থাকে এতদাঞ্চলে।

কালের বিবর্তনে বড় বড় ভিন্ন প্রজাতির চাঁপা ফুলের ঐতিহ্যে লালিত জনপদের সৌন্দর্য -মাধুর্য্যই তৎকালীন বিদগ্ধ জনের মনোহরন এবং লোকমুখে জনশ্রুতির সিঁড়ি বেয়ে আজকের সমৃদ্ধির ঐতিহ্যবাহী বড়চাঁপা >>বড়চাপা।

 যান্ত্রিক ডামাঢোলে হারিয়ে যাওয়া সেই চাঁপা ফুলের গাছ রূপনের মাধ্যমে আমরা স্মরণ করছি আমাদের পুর্বসুরী যাঁদের অবদানে আমরা আজ #বড়চাপার গর্বিত নাগরিক